Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুলিয়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

কুলিয়া ইউনিয়নে মাদক, জঙ্গী, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেছেন, সমাজ থেকে মাদক, জঙ্গী-সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে কুলষিত মুক্ত করতে হবে। আর এর জন্য দরকার যৌর্থ প্রচেষ্টা।

তিনি বলেন, পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে আপনার সমাজের শান্তি বজায় রাখছে। তাই বলে আপনি বসে থাকবেন তা নয়, আপনাকেও এগিয়ে আসতে হবে এসব অপরাধের মোকাবেলা করতে। মনে রাখবেন অপরাধী যত বড় শক্তিশালি হোক না কেনো আইনের কাছে তা পরাস্থ। আপনার এলাকায়, আশেপাশে সংঘটিত অপরাধমূলক ঘটনার তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন। আপনার একটি ছোট্ট সমাজের অনেক বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

তিনি আরো বলেন, আপনারা জানানে পুলিশের সেবা আরো সহজে মানুষের হাতের নাগালে পৌছে দিতে ৯৯৯ চালু হয়েছে। যেখানে কল করে অতি সহজে আপনি যে কোন তথ্য পুলিশকে দিতে পারবেন। এমনকি আপনার তথ্য থাকবে গোপন। ইতোমধ্যে ৯৯৯ নাম্বারে মানুষ কল করে তৎক্ষণিক সেবা পাওয়া যাচ্ছে। আগের দিনের পুলিশ আজকে পরিবর্তন হয়ে আধুনকি তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনছে।

তিনি উল্লেখ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে যদি কোথাও কোন সহিংসতা, নাশকতার পরিকল্পনা কিংবা ঘটনা ঘটলেই দেবহাটা থানা পুলিশকে অবহিত করবেন। আপনাদের ফোন দিতে সময় লাগলেও আমাদের ব্যবস্থা নিতে সময় লাগবে না।

সভায় কুলিয়া ইউনিয়নের ভারপ্রপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। বিশেষ অতিথি ছিলেন- ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র।

থানার এসআই মামুনুর রহমানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, ইউপি সদস্য প্রেম কুমার, ভরত চন্দ্র, অচিন্ত মন্ডলসহ স্থানীয় ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Bootstrap Image Preview