Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'জাতীয় সংসদ নির্বাচনে বড় দায়িত্ব পালন করবে আনসার বাহিনী'

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM

bdmorning Image Preview


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দায়িত্ব পালন করবে আনসার বাহিনী। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তাই সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার জন্য আনসার বাহিনীকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান।  

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও ভিডিপি দফতরের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট মুহাম্মদ আছাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম শাখার আনসার ও ভিডিপি ব্যবস্থাপক আয়ুব আলী শেখ প্রমুখ।
 

Bootstrap Image Preview