Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির গুলশান কার্যালয়ে বন্ধ ইন্টারনেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


গুলশানে কার্যালয়ে মোবাইল ইন্টারনেট ছাড়া অন্য সকল ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বলে দাবি করেছে বিএনপি।  আজ তৃতীয় দিনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলার সময়ও ইন্টারনেট বন্ধ থাকায় গত দিনের মতো স্কাইপে সাক্ষাৎকারে যোগ দিতে পারেননি তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

তিনি বলেন, গত রাত থেকেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। এর আগে দুদিনই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের গুলশান কার্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কাজ করছে না। তবে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার জন্য তিনি সরকারকে দায়ী করেন।

তারেক রহমান স্কাইপে ছাড়া অন্য কোনো অ্যাপের মাধ্যমে যুক্ত রয়েছেন কি না জানতে চাইলে শায়রুল বলেন, এই বিষয়টি তার জানা নেই। আজ সকালে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। ১০টা ০৫ মিনিটে ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দেন।

Bootstrap Image Preview