Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ,  আহত ৩০ 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্য ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা বাজারের প্রায় ২০টিও বেশি দোকানপাটে ভাংচুর ও লুটপাট করে। হামলায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লক্ষীনারায়ন পুর উচ্চ বিদ্যালয় মাঠে সেতুভাঙ্গা বাজার এলাকার ও দোকানঘর এলাকার বিদ্যালয়ের ছাত্রদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দোকান ঘর এলাকার লোকজন দলবদ্ধ হয়ে সেতুভাঙ্গা বাজার এলাকায় অতকৃত হামলা চালায়, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। হামলাকারীরা এসময় সেতৃভাঙ্গা বাজারের মফিজ মার্কেট, বিলাশ মার্কেটমসজিদসহ বেশ কয়েকটি মার্কেটে হামলা চালিয়ে ২০টিরও বেশি দোকানে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় এবং উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত ৩০ জন।

পরে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এদিকে একই উপজেলার চৌমুহনী পৌর এলাকার আলীপুরে রিপনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাঠে ঘটনা ঘটে, এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন জানান, হামলা ভাংচুর লুটপাঠ আহত হয়েছে ৫জন, কমপক্ষে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Bootstrap Image Preview