Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বদির বদলে বদির বউ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীরা ব্যস্ত সময় পাড় করছেন। একই আসন থেকে একাধিক নেতা প্রার্থী হওয়ার জন্য দৌড়-ঝাঁপ করছেন। প্রার্থীর সকল দিক বিবেচনা করে দেওয়া হবে মনোনয়ন।

তেমনি নানাভাবে আলোচিত-সমালোচিত হওয়ায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। এমনটাই জানিয়েছেন দলটির একাধিক সূত্র।

তবে বদির পরিবর্তে কে হবেন নৌকার মাঝি? এ নিয়ে হচ্ছে নানা জল্পনা কল্পনা। তবে দলীয় কিছু সূত্র জানিয়েছে- বদি না পেলেও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকার টিকেট পাচ্ছেন বদির স্ত্রী শাহীন চৌধুরী।

উখিয়া-টেকনাফে বদির জনপ্রিয়তার বিকল্প না থাকায় বদির স্ত্রীকেই আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হচ্ছে। পরোক্ষভাবে বদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই আসনে জয় পেতে চায় আওয়ামী লীগ। আজকালের মধ্যে দল থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

উখিয়া-টেকনাফের দুইবারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদকের পৃ্ষ্ঠপোষকতা নিয়ে দেশজুড়ে বিতর্ক রয়েছে। অপরদিকে নিজ এলাকায় বদির আকাশছোঁয়া জনপ্রিয়তা।

সূত্র জানায়, এই আসনে জেতার মতো বদির বিকল্প হিসেবে কোনো যৌগ্য প্রার্থীও পাচ্ছে না আওয়ামী লীগ, তাই বদির স্ত্রী শাহীন চৌধুরীকে বেছে নিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

বিভিন্ন সময় বদিকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত ১০ বছরে দলকে প্রতিনিয়ত বিব্রত অবস্থায় পড়তে হয়েছে আওয়ামী লীগ সরকারকে। এ ছাড়া, টেকনাফের স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ বদির বিরোধীতা করে আসছে। বিতর্ক এড়াতে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হচ্ছে।

তবে মনোনয়ন বোর্ড সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, কক্সবাজারে-৪ আসনটি নিশ্চিত করতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে বদিকেই মনোনয়ন দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, এই আসন (কক্সবাজার-৪) থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ জন প্রার্থী নৌকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অন্তত ৪/৫ জন প্রার্থী দলগতভাবে শক্তিশালী। কিন্তু বদির মতো জনপ্রিয়তা কারও নেই।

Bootstrap Image Preview