Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে গণ প্রকৌশলী দিবস পালিত 

সেনবাগ প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৩৩ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৩৩ PM

bdmorning Image Preview


অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব এ প্রতিপাদ্যাকে সামনে রেখে ইনষ্ঠিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশলী দিবস।

আজ সোমবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি মাইজদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণপূর্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আইডিইবি নোয়াখালী জেলা নির্বাহী কমিটির সভাপতি মো. আলী আকবর পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগ নোয়াখালী উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জহির উদ্দিন মাইজদী টিএসসির অধ্যক্ষ উত্তম কুমার, আইডিইবির জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল পাশা চৌধুরী প্রমুখ। 

Bootstrap Image Preview