Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদিতেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৮ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


সাইদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধিঃ

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সৌদি আরবের মোট চারটি কেন্দ্র থেকে ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এ পরীক্ষায়।

অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা থেকে ১৫৬ জন, রিয়াদ থেকে ৭৪ জন, আল কাসিম থেকে ১১ জন এবং মদিনা থেকে ২৬ জন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখায় পরীক্ষা কেন্দ্রে আসা অভিবাবকরা জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। রিয়াদ কেন্দ্রে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব মো. সফিকুল ইসলাম, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যাপক আফজাল হোসেনসহ সিনিয়র শিক্ষকরা।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করতে আসেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম। প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের রাজধানীসহ সারা দেশে শুরু হয় এই পরীক্ষা। সেইসঙ্গে বাংলাদেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

Bootstrap Image Preview