Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'অপশক্তির কাছে বিক্রি হয়ে গেলেন কামাল'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৫৬ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জ্বালাও-পোড়াও হলো কিন্তু এ বিষয়ে একটি কথাও বললেন না ডা. কামাল হোসেন। উনার এই আচরণে মনে হচ্ছে উনি (ড. কামাল) অপশক্তির কাছে বিক্রি হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় ১৪ দলের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

তিনি বলেন, কিছুক্ষণ আগে আমাদের এখানে বর্তমান এবং জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছি। সমস্ত বড়-ছোট রাজনৈতিক দলগুলো সংলাপ করেছেন। ডিসেম্বর মাস মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয়ের মাস। এ মাসে আওয়ামী লীগের জয়ের ইতিহাস সুদীর্ঘ। তাই বিএনপি জামায়াত জোট ভয়ে বার বার নির্বাচন পেছানোর পায়তারা করছেন।

নাসিম বলেন, পুলিশ জনগণের পরীক্ষিত বন্ধু। পুলিশের উপর বিএনপির অতর্কিত হামলায় অত্যন্ত দুঃখজনক। আমরা ১৪ দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।

মন্ত্রী বলেন,যারা এখনো পযর্ন্ত ঠিক করতে পারেনি তাদের দলনেতা কে হবে তাদের জয় অনিশ্চিত। আওয়ামী লীগ জিতলে বর্তমানেও প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা। আর ভবিষ্যতেও শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ১৬ই ডিসেম্বর থেকে প্রতিটি জেলা উপজেলায় নৌকার প্রচার-প্রচারণার জন্য মঞ্চ তৈরি করা হবে। যাতে করে আওয়ামীগের জয় নিশ্চিত হয়। আর কোনো অপশক্তি যাতে আমাদের জয়ে বাধা হয়ে না দাঁড়াতে পারে।

হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে আসার ঘোষণায় তাদের স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের যুদ্ধ অপরাধী জঙ্গি, খুনি, আগুন সন্ত্রাসী ও অপরাধীদের প্রশ্নে চুপ থাকার নীতিকে চরম নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, আমি মনে করি যে এই নির্বাচনকে কখনোই আপনারা অপরাধীদের হালাল করার জন্য ব্যবহার করবেন না। আর নির্বাচন হচ্ছে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন যে কর্মপন্থা হবে সেটা নিয়ে আলোচনা করুন। অপরাধীদের পক্ষে ওকালতি করবেন না। অপরাধীদের হালাল করার চেষ্টা করবেন না। মোটকথা বাংলাদেশ আজকে যতদূর এগিয়েছে এখান থেকে সামনের দিকে এগোনোর ব্যাপারে আমরা তর্ক-বিতর্ক করবো। আলোচনা করব, প্রস্তাব দিব। কিন্তু কোন অবস্থায় বাংলাদেশ আর আগুন সন্ত্রাস ও জঙ্গি সন্ত্রাসে ফেরত যাবে না সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার,  জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তরিকত ফেডারেশনের সভাপতি মজিবুর বশর মাইজভান্ডারি,  সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

Bootstrap Image Preview