Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গেন্ডারিয়ায় নবজাতককে বস্তায় ভরে রাস্তায় রেখে গেল বাবা-মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:২৮ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগে একটি বাসার সামনে থেকে একটি নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এক পুরুষ ও এক নারীকে ব্যাগটি স্থানীয় স্কুলশিক্ষক রোমানা আক্তারের বাসার সামনে রেখে যেতে দেখেছেন অনেকে (ধারণা করা হচ্ছে তারাই নবজাতকের বাবা-মা)। খবরটি তারা ওই শিক্ষককে জানালে তিনি ব্যাগটি খুলে ভেতরে নবজাতকটিকে পান। এরপর শিশুটিকে নিয়ে ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করেন রোমানা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশুটি একদিন বয়সী হতে পারে। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি গেন্ডারিয়া থানাকে জানানো হয়েছে।

Bootstrap Image Preview