Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুকুরের জন্য কাঁদছে সবাই, থানায় অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যায় ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। একটা পালিত কুকুরটিকে টেটাবিদ্ধ করা হয়। ঘটনাটি ঘটেছে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে।

কুকুরটি ৪ দিন পর আজ শুক্রবার মারা যায়। গত মঙ্গলবার ঘটনা ঘটার পর কুকুরের মালিক বাদি হয়ে সিরাজদিখান থানায় এ অভিযোগ দায়ের করেন।

কুকুরটিকে বাচাঁনোর জন্য তার মালিক মো. ফাসিউল আলম জুয়েল উপজেলা প্রাণিসম্পদ অফিসে চিকিৎসকের সরনাপন্ন হয়েও বাচাঁতে পারেননি।

কুকুরের মালিক মো. ফাসিউল আলম জানান, আমার বাড়ির পালিত কুকরটিকে আমরা পরিবারের সদস্যর মতো মনে করি। এত ভাল কুকুর দেশীয় প্রজাতির মধ্যে দেখা যায় না। আমাদের পরিবারের সকলে কুকুরটির জন্য কাঁদছে। অমানুষগুলো যে কাজ করেছে এটা কোনমতে মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, যারা কুকুরটিকে হত্যা করেছে তারা এলাকায় চুরি-ছেচরামি করে। কুকুরটির পেছন দিক দিয়ে গালি ওয়ালা টেটা দিয়ে বিদ্ধ করে তারা।

পশু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, কুকুটির টেটা খুলে বাচানো সম্ভব না, তাই তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়।

সিরাজদিখান থানার এসআই মোনায়েম জানান, গতকাল রাতে তদন্তের দায়িত্ব পেয়েছিলাম। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এলাকার গণ্যমান্যরা সমাধানের জন্য দায়িত্ব নিয়েছেন।

Bootstrap Image Preview