Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় সড়ক রক্ষণাবেক্ষণে এসেছে বৈপ্লবিক পরিবর্তন 

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন করেছে বর্তমান সরকার।

জানা যায়, ২০০৯-২০১৭ সময়ে নওগাঁর পত্নীতলা উপজেলায় মোট ১'শ ৩৫ দশমিক ৬৯০ কিলোমিটার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এ কাজের মোট ২৮ দশমিক ৩৯০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে ২৮ দশমিক ৫৫ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলমান। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে আরো যানা যায়, শেখ হাসিনা সরকারের আমলে পত্নীতলা উপজেলায় এ সময়ে রক্ষণাবেক্ষণকৃত উল্লেখযোগ্য সড়কসমূহ, ২০০৮-০৯ সালে মধুইল জিসি-আগ্রাদ্বিগুন জিসি সড়কে ২৮ কোটি টাকা ব্যয়ে ৪'শ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০০৯-১০ সালে নজিপুর নতুন হাট জিসি-গগনপুর জিসি সড়কে ২১ কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ১৫০ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০১০-১১ সালে গগনপুর জিসি-নান্দাশ-গোবরচাপা জিসি সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৫০০ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০১১-১২ সালে কৃষ্ণপুর ইউপি-খরাইল আর এইচ ডি-কাটাবাড়ি হাট সড়কে ২১ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৫০ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

২০১২-১৩ সালে মধুইল জিসি-শিবপুর জিসি সড়কে ৬৩ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৩০ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০১৩-১৪ সালে ফতেপুর আরএইচডি-মাতাজি হাট জিসি সড়কে ৭৯ কোটি টাকা ব্যয়ে ২'শ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০১৪-১৫ সালে নিরমইল ইউপি-শরাইল-বাঁকরইল হাট জিসি সড়কে ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ২০৮ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০১৫-১৬ সালে পত্নীতলা জিসি-বাঁকরইল আর এইচ ডি ভায়া মাধাইনগর-মান্দাইন বাজার সড়কে ৫৬ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৩৫০ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, ২০১৬-১৭ সালে নজিপুর বাসস্ট্যান্ড আর এইচ ডি- গগনপুর জিসি সড়কে ৭২ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৪৩৫ কি:মি: রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে ।

এ বিষয়ে উপজেলার সদর নজিপুরের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, শেখ হাসিনা সরকারের আমলে পল্লী সড়কগুলো  যতটা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তা কোন সরকারের আমলে হয়নি। সড়ক উন্নয়নকে টেকসই করতে হলে নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণ করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেকসই সড়ক গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখে এবং সুষ্ঠু পরিচালন একটি গতিশীল সড়ক নেটওয়ার্ক গড়ে তোলে।

Bootstrap Image Preview