Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৩২ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview


'ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ' এই প্রতিপাদ্য বিষয় ও শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৪ নভেম্বর) হাসপাতাল প্রাঙ্গনে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন  উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে সকাল পৌনে ১১টায় সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ  সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দীন, সমিতির সহ-সভাপতি আবিদা মোস্তফা, আলহাজ্ব এস এম শওকত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব এস.এম জাফর, মোঃ রাকিবুল ইসলাম, মোহাম্মদ শহীদুল আলম, হাসান মুরাদ, জীবন সদস্য রোটারিয়ান লে. কর্ণেল (অবঃ) এবিএম জয়নুর রশীদ এবং এ্যাসিষ্টেন্ট ডাইরেক্টর ও পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সমিতির নির্বাহী সদস্য সৈয়দ মোর্শেদ হোসেন।

স্বাগত বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, সেবাই ধর্ম। ডায়াবেটিক চিকিৎসার জন্য ডায়াবেটিস হাসপাতাল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। বাংলাদেশে ৮০ লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এই সেবার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। নগরায়ন ও পরিবর্তিত জীবনধারণের কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, একইভাবে গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এজন্য সকলকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বলেন, বর্তমানে বিশ্বে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। বিশ্বে ৪০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস যেহেতু সারা জীবনের রোগ সেহেতু সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থভাবে চলার জন্য নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। ডায়াবেটিস  রোগীর জন্য শৃংখলা অতীব গুরুত্বপূর্ণ। 

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়। অনেক রোগীরই ধারণা চিনি তো খাই না তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না কেন? এই প্রসঙ্গে তিনি বলেন, চিনির চাইতে তেল খুবই মারাত্মক। কারণ, এক চামচ তেলে তিন চামচ চিনি থাকে। এজন্য সকলের তেল কম খাওয়ার অভ্যাস করতে হবে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোগীদের প্রশ্নোত্তর পর্বে রোগীদের ডায়াবেটিস ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করেন, এ্যাসিষ্টেন্ট ডাইরেক্টর ও পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি এবং এন্ডোক্রাইনোলজিষ্ট ডাঃ মাসুদ করিম।

সভার সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন বিশ্ব ডায়াবেটিস দিবসের বাণী সমাজের বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের আহবান জানান এবং বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচিসমূহ সাফল্যমন্ডিত করণে ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সমিতির মনোগ্রাম খচিত ক্রেষ্ট প্রদান করা হয়। 
 

 
 

Bootstrap Image Preview