Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুর স্মরণে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি'তে একসাথে বেজে উঠল ২৪টি গিটার

মামুনুর রশিদ রাজিব, স্ট্যামফোর্ড প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview


আইয়ুব বাচ্চুর স্মরণে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের গার্ডেনে একসাথে বেজে উঠল ২৪টি গিটার। শুধু গিটারই নয়, সেই সাথে বেজে উঠেছিল বেহালা, বাঁশের বাঁশি এবং সুর সম্রাটের ভক্তদের আবেগ আপ্লুত কন্ঠ।

এসময় একে একে বেজে উঠছিল 'হাসতে দেখো', 'সেই তুমি কেন এত অচেনা হলে' এসব জনপ্রিয় গানের মিউজিকের সাথে সাথে ভারি হয়ে উঠেছিল স্ট্যামফোর্ড তথা সিদ্ধেশ্বরীর আকাশ বাতাস।

সদ্য প্রয়াত জনপ্রিয় কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চুকে স্বরণ করতেই মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল ৩ টা ৩০ মিনিটে 'ট্রিবিউটটুএবি' নামের অনুষ্ঠানটির আয়োজন করেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল তরুন গিটারিস্ট।

একইসাথে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে সুর সম্রাটের স্মৃতিতে গান গেয়েছেন আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী ফকির আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মাদ আলী নকী, প্রক্টর আরিফুর রহমান, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক কবি শাকিরা পারভিন, স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহানা আকতারসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এবং অনেক শিক্ষার্থীবৃন্দ।

'ট্রিবিউটটুএবি' নামের অনুষ্ঠানটির অন্যতম আহব্বায়ক স্ট্যামফোর্ড মাদকবিরোধী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সাকিব বলেন, প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি ভালবাসা থেকে এবং আইয়ুব বাচ্চুকে স্বরণ করতেই আমাদের এই আয়োজন।

আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুন গিটারিস্টদের পরিশ্রম এবং ভালবাসায় আমরা সফলভাবে আয়োজনটা সম্পন্ন করতে পেরেছি।

উল্লেখ্য, আইয়ুব বাচ্চু গত ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সেই রুপালী গিটার ফেলে পারি জমান পরজগতে। 

 

Bootstrap Image Preview