Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মির্জা ফখরুলকে দুইবার ফোন করি, রিসিভ করেননি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:১৮ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:২২ PM

bdmorning Image Preview


রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। রাজারবাগ পুলিশ হাসপাতালে আহতদের সাথে দেখা করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর সময় বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস দেখা গেছে, তা বলে দেয় এ হামলা করা হয়েছে আগে থেকে পরিকল্পনা করে।

এ সময় তার সাথে উপস্থিত ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বিনা উসকানিতে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। ঘটনার একপর্যায়ে আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুই বার ফোন করি, তিনি ফোন রিসিভ করেননি।

মন্ত্রী বলেন, পরে তিনি (মির্জা ফখরুল) আমাকে ফোন করেন, তখন আমি তাকে বলি- স্যার, আপনারা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিক্রি করেন, সমস্যা নেই। কিন্তু আমার লোকজনের ওপর কেন হামলা করা হলো। তখন আমি তাকে আরও বলি, এ ঘটনায় যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ জন অফিসার ও দু’জন আনসারসহ মোট ২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুত্বর না হলেও তাদের দেখে সহজেই বুঝা যায় প্রাণনাশের জন্য তাদের ওপর হামলা করা হয়েছে। তাদের মাথায় এবং পায়ে লাঠি ও ইট দিতে আঘাত করেছিল হামলাকারীরা।

মন্ত্রী বলেন, পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি পোড়ানো ছিল পূর্বপরিকল্পিত, উদ্দেশ্যমূলক। পুলিশ সদস্যের বেশিরভাগই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। তাদের আঘাত গুরুতর না হলেও ইটপাটকেলের কারণে যেকোনও ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

তিনি বলেন, আমাদের একজন পুলিশ সদস্যকে বিএনপি কার্যালয়ের পাশে একটি ব্যাংকের নিচে আটকে রাখা হয়েছিল। পরে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

কী কারণে এ হামলা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অন্য কোনও অশুভ উদ্দেশ্য থাকতে পারে। সারা দেশের মানুষ যখন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখনই এ হামলা চালানো হয়েছে।

Bootstrap Image Preview