Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সরকারি চাকরিজীবী স্ত্রী মারা যাওয়ার ১৫ বছর পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা এবার বৃদ্ধি পেল আজীবনে। স্ত্রী মারা গেলে এখন আজীবন পেনশন পাবেন স্বামী।

বুধবার (১৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয় ২০১৫ সালের ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

তবে একটি শর্ত থেকে যাচ্ছে এই প্রজ্ঞাপনে। স্বামী দ্বিতীয় বিবাহে আবদ্ধ হলে এ সুবিধা পাবেন না।

নতুন এই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের মৃত্যুর পর তাদের পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নারী-পুরুষের সুযোগের সমতা বিধানের লক্ষ্যে আগের প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হলো।‘

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ না হলে বিধাবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্ততার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবরিক পেনশন পাবেন।‘

Bootstrap Image Preview