Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে কৃষক মাঠ দিবস পালিত

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মানবমুক্তি সংস্থার রি-কল-২০২১ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে৷

সোমবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার স্থল ইউনিয়নের বাইশাবাড়ি গ্রামে এ দিবস পালন করা হয়। 

এসময় অক্সফার্ম বাংলাদেশের কারিগরি সহযোগিতায় রি-কল-২০২১ প্রকল্পের ৬টি সিবিওতে ১৪ জন কৃষকের মাঝে ব্রি ধান-৫১ (প্রত্যাশা) জাতের বন্যা সহনশীল ধানের চাষ করে প্রত্যেক কৃষক প্রতি বিঘায় ২২ থেকে ২৬ মন ধান উৎপাদন করতে পারবে ৷ এতে ইউনিয়নের কর্ম এলাকায় কৃষকদের মুখে হাঁসি ফোটবে ৷ তাদের প্রত্যাশা এই বীজ রেখে আগামী বছরে আরও বেশি কৃষকের মাঝে ব্রি-৫১ ধান চাষ করবে বলে তারা আশা ব্যক্ত করেন৷

এ কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আইয়ুব আলী, মোঃ রফিকুল ইসলাম, প্রকল্পের মাঠ সহায়ক মোঃ জহুরুল ইসলাম, মোঃ সুরুজ্জামানসহ প্রমুখ ৷

অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলাম কৃষকদের ধান চাষ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ৷

 

Bootstrap Image Preview