Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ষড়যন্ত্র করে সংঘর্ষ বাঁধিয়েছে: নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:০৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নয়াপল্টনে ষড়যন্ত্র করে সংঘর্ষ লাগিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

বুধবার (১৪ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আজকে পল্টন ময়দানে গত দুইদিনের বিএনপির ঢল নেমেছে। মনোনয়ন নিয়ে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে রয়েছে। পল্টন ময়দানে গত দুইদিনে লাখ লাখ নেতাকর্মী এখানে ভিড় করছেন। এতে শেখ হাসিনার গাত্রদাহ হয়েছে। আর হাসিনা এখানে লোক পাঠিয়েছে। এবং পুলিশের ওপর একটি বোতল নিক্ষেপ করেছে।’

সংঘর্ষ কেন বাঁধল এমন প্রশ্নে নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে সরকারের সন্ত্রাস বাহিনী লোকজন ঢুকে পড়ে এবং পুলিশের ওপর বোতল নিক্ষেপ করে। সেই বোতল নিক্ষেপ কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। তারা ষড়যন্ত্র করে সম্পূর্ণভাবে এটি ঘটানো হয়েছে। আপনারা গত দুই দিন ধরে দেখেছেন, এখানে কোনো সংঘর্ষ ঘটে নেই।’

বিএনপির নেতাকর্মীরা অভিয়োগ করে বলেন, পুলিশের গাড়িতে ছাত্রলীগ এবং যুবলীগ পুর্বপরিকল্পিত ভাবে আগুন দিয়েছে। যাতে করে তাদের শান্তিপূর্ণ নির্বাচনি কার্যক্রমে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়।

আর আগে আজ বুধবার দুপুর ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বিএনপির প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভরত বিএনপির নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

Bootstrap Image Preview