Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান সেই মোনায়েম খানের ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান মুসলীম লীগের সেই মোনায়েম খানের ছেলে কামরুজ্জামান খান খসরু।

বিএনপি থেকে তার মনোনয়ন চাওয়ার খবরে বাজিতপুর-নিকলী এলাকার নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনেকেই বলছেন, মুসলিম লীগ দলটি ধ্বংসস্তুপের নিচে চাপা পড়লেও এখনো টিকিয়ে রাখতে চাইছেন এই খসরু।

তৃণমূল নেতাকর্মীদের মতে, পরীক্ষিত বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে এ আসনে যদি স্বাধীনতার চেতনাবিরোধী সেই মোনায়েম খানের ছেলেকে প্রার্থী করা হয় তাহলে তা প্রতিরোধ করা হবে। এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না তাকে।

তারা আরও বলেন, এ নেতিবাচক প্রতিক্রিয়া কিশোরগঞ্জের অন্যান্য আসনেও পড়বে। এমনকি সমালোচনার এ ঢেউ গোটা দেশে প্রভাব ফেলবে বিএনপির নির্বাচনে। তাছাড়া স্বাধীনতা যুদ্ধের সময় অত্র এলাকায় শত শত মানুষকে হত্যা করে আলবদর-রাজাকাররা। তাই বিএনপির প্রার্থী হিসেবে কামরুজ্জামান খসরুকে কোনোভাবেই মেনে নেয়া হবে না। আমাদের দাবি, এ আসনে বিএনপি থেকেই প্রার্থী করা হোক।

Bootstrap Image Preview