Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদ নির্বাচন নিয়ে তরুণ সমাজের সাংবাদিক সম্মেলন আগামীকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM

bdmorning Image Preview


তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাদের কার্যক্রমই দেশকে একটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যায়।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সেই বিষয়টি সামনে রেখে 'একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তরুণ সমাজ' শীর্ষক একটি সাংবাদিক সম্মেলন করছে শিক্ষা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান 'মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস (এমডব্লিউইআর)'। আগামীকাল ১৪ নভেম্বর, বুধবার, বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এমডব্লিউইআর'র আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও সদস্য, প্রচার অধিকর্তা- আরিফুল ইসলাম কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট জনসংখ্যার ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে। দেশে বর্তমানে ১০ কোটি  ৪১ লাখের বেশি ভোটার রয়েছে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিশ্চয়ই এসব তরুণদের বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে।

Bootstrap Image Preview