Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে পুনর্বাসনকৃত মাদকসেবীদের সাথে পুলিশের মতবিনিময় 

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে আত্মসমর্পনকারী ও পুনর্বাসনকৃত ৫৪ জন মাদকসেবীদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে ঝালকাঠি পুলিশ লাইনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. শফিকুল ইসলাম মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান এবং আত্মসমর্পনকারী ও পুনর্বাসনকৃত মাদকসেবীদের সহায়তায় পুলিশ তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এসময় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, টেলিভিমন সাংবাদিক সমিতির সাধারণ সাম্পাদক দুলাল সাহা, অজানা বার্তার সম্পাদক এস এম রহমান কাজল, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির বাবু ও আত্মসমর্পনকারী পুনর্বাসনকৃত মাদকসেবীদের পক্ষে মো. আলতাফ হোসেন, মিজানুর রহমান টিটু।

এছাড়াও ঝালকাঠি জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


 

Bootstrap Image Preview