Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের সাথে রেল স্টেশনের সংযোগ সড়কের নির্মাণকাজ উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


মোঃ হারুন-উর-রশীদ, দিনাজপুর প্রতিনিধি:

নর্দান বাংলাদেশ এন্টিগ্রেট ডেভলপমেন্ট এর অর্থায়নে ২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যায়ে দিনাজপুর ফুলবাড়ী পৌর এলাকার বস্তি উন্নয়ন প্রকল্পের আওয়তায়  ইস্তাবনগরের মধ্যদিয়ে  ঢাকা-মহাসড়কের সাথে স্টেশনের সংযোগ সিসি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় ইস্তাবনগরের শেষ প্রান্তে স্টেশনের সাথে মহসড়কের সংযোগ সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকর মানিক। 

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, সহকারী পরিদর্শক আজাদ, সাবেক কাউন্সিলর আতাউর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বর্ষা মৌসুমে কাদা পানির কারণে এই এলাকার মানুষ তাদের গ্রাম হতে শহরে অথবা স্টেশনে যেতে অনেক কষ্ট করতো। বর্তমানে এই রাস্তা নির্মাণ হওয়ায় তাদের এই কষ্ট শেষ হবে বলে জানান এলাকাবাসী। 

 

Bootstrap Image Preview