Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তফসিলের পর বৈঠকে মন্ত্রিসভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১২:৩৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মন্ত্রিসভা বৈঠকও হবে, তবে সেখানে নীতি-নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়া হবে না, কোনো আইনও পাস হবে না।

মন্ত্রিসভা বৈঠকে ভিডিও ফুটেজ সংগ্রহে যাওয়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনরা জানিয়েছেন, বৈঠকে তারা মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে পদত্যাগপত্র জমা দেয়া টেকনোক্র্যাট চার মন্ত্রীকেও দেখেছেন।

মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ দুপুর ২টায় ব্রিফিং করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী, দুইজন উপমন্ত্রী রয়েছেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে বলে ঘোষণা দেন। 

Bootstrap Image Preview