Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে এখনো জমে উঠেনি আন্তর্জাতিক নারী বাণিজ্য মেলা

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১২:১৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১২:১৩ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম উইমেন চেম্বারের উদ্যোগে মাস ব্যাপী ১২তম আন্তর্জাতিক নারী বাণিজ্য মেলা চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে। তবে গতকাল রবিবার (১১ নভেম্বর) উইমেন চেম্বারের উদ্যোগে মাস ব্যাপী আন্তর্জাতিক নারী বাণিজ্য মেলা ৭তম দিনও তেমন জমে উঠেনি মেলা।

নারীদের মতে, চট্টগ্রামের এসএমই এক্সপো মেলা মানুষের পারিবারিক, সাংসারিক দৈনন্দিন কাজে ব্যবহার হয় এমন সব জিনিষপত্রের চাহিদা মেটানোর একমাত্র আসর। এ মেলার পণ্যসামগ্রী দিয়ে পুরো বছর চলে সাংসারিক সব কাজ।

বিশেষ করে মার্কেটে সচরাচর পাওয়া যায়না এমন সব পণ্য যেমন- তাঁত ও কুঠির শিল্পের, হস্ত শিল্প, এলুমুনিয়াম, কাঠ ও প্লাষ্টিক সামগ্রী, নানা রঙয়ের প্লাস্টিকের ফুলের পসরা, তাঁতে বুনা কাপড় সহ সব ধরনের পণ্য এখানে পাওয়া যায়।

তাই নারীরা সংসার সাজাতে বছরের এ সময়ের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। কিন্তু মেলা শুরুর পর থেকে দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। রাজনৈতিক অস্থিরতা, জাতীয় নির্বাচন, শিক্ষার্থীদের পরিক্ষা, মেলা কমিটির অব্যবস্থাপনা সহ নানা কারণে এ বার মেলা তেমন জমে উঠেনি। অপরদিকে সাধারণ মানুষ রয়েছে আতংকের মধ্যে।

দেখা গেছে, বন্ধের দিন দুপুরে সরেজমিনে পলোগ্রাউন্ড মাঠে মেলায় গিয়ে দেখাগেছে ক্রেতাদের উপস্থিতি কম। পুরো মেলা প্রাঙ্গনে ফাঁকাভাব বিরাজ করছে। স্টোলগুলোতে তেমন নেই ক্রেতা সাধারণ। উপজাতীয়দের  তাঁতের তৈরী পোষাক ও বিদেশী স্টোলে হাতেগুনা অল্প সংখ্যক নারী ক্রেতাদের দেখা গেছে মাত্র। তারা শুধু মাত্র  দাম দর করছে। নিচ্ছেনা তেমন কোনো পণ্য। ফলে মেলায় স্টোল বরাদ্ধ নেয়া  চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য সামগ্রী নিয়ে আসা নারী উদ্যোক্তারা হতাশায় ভুগছেন।

মেলায় স্টোল বরাদ্ধ নেয়া চট্টগ্রামের সীতাকুন্ডের নারী উদ্যোক্তা নুরুর নাহার বেগম জানান, আমি ৪২ প্রকারের আচার তৈরী করেছি। তিন বার জাতীয় পুরস্কার পেয়েছি। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কর্মাস ইন্ডাট্রিজের মেলা কমিটির অনুরোধে এখানে আচারের স্টোল নিয়েছি। মেলা শুরুর ৬ দিন পার হল। কিন্তু ক্রেতাদের তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা।

তিনি বলেন, বন্ধের দিন যদি এ অবস্থা হয় তাহলে অন্য সময় কি অবস্থা হবে এ নিয়ে চিন্তিত সে। স্টোলের ভাড়া কর্মচারী খরচসহ অনুষাঙ্গিক খরচ পুষিয়ে উঠতে পারব কিনা সন্দেহ।

রাঙ্গামাটি থেকে এসে সু-প্রু চো ফ্যশন নামে মেলায় স্টল বরাদ্ধ নিয়েছেন ম্যাচাচিং মার্মা লিলি নামে এক উপজাতী নারী উদ্যোক্তা। তিনি বললেন, ২৭ হাজার টাকা দিয়ে স্টোল বরাদ্ধ নিয়েছি। ডেকোরেশনে গেছে ১০ হাজার টাকা। তাঁতের কাপড়, জামা, চাঁদর, বেডসীট, থ্রীপিচ, ওয়ানপিচ, শাল, উড়না, হ্যান্ড পার্স, লেডিস আইটেম নিয়ে এবার মেলায় আসলাম। কিন্ত আশানুরোপ বিক্রি হচ্ছেনা। তবে এর পরও আশা ছাড়ছিনা। সময় আরো অনেক দিন আছে, শবে মাত্র শুরু।

এবার কুষ্টিয়া থেকে হস্ত শিল্প নিয়ে মেলায় এসেছে মো. লিটন ও শিপন নামে দুই ব্যবসায়ী। তারা গত বারেও মেলায় এসেছিলেন তেমন লাভের মুখ দেখেনি। এবার অনেক আশা নিয়ে মেলায় স্টোল বরাদ্ধ নিয়েছেন। তাদের দোকানে দেখা গেল হাতে বানানো কুসুম কভার ও সীট কভার। লিটন জানালেন মাত্র শুরু হল আশাকরি খরচ পোষানো যাবে।

নগরীর হালিশহর থেকে মেলায় এসেছেন সিমা খানম নামে অপর এক নারী উদ্যোক্তা। তিনি সিমা বুটিকস নামে একটি স্টোল বরাদ্ধ নিয়েছেন। নিজেদের বানানো থ্রিপীচ, ওয়ানপীচ, বাচ্চাদের নিমা, কুটি, কুসন কভার, পর্দা ব্লক ও বাটিক কাপড় বিক্রি করছেন। তিনিও সংশয় প্রকাশ করছেন মেলা জমবে কিনা। একই ভাবে শিলা বুটিকস নামের অপর একটি দোকানের মালিকের এ মত।

মেলাতে স্টোল বরাদ্ধ নেয়া অধিকাংশ উদ্যোক্তা জানান ৪ নভেম্বর থেকে মেলা শুরু হয়েছে। তেমন ক্রেতা এখনো আসেনি। আশাকরেছিলাম শুক্রবার বন্ধের দিন ক্রেতাদের সমাগম হবে। কিন্তু বন্ধেরদিনও তেমন ক্রেতা আসেনি।

উল্লেখ্য, এবারে মাসব্যাপী এই মেলায় বাংলাদেশসহ ইরান, ভারত, চায়না, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের নারী উদ্যোক্তারা পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছে। মেলায় ছোট বড় প্রায় সাড়ে ৩০০টি স্টোল এবং ১০টি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। নারী উদ্যেক্তাদের উৎসাহিত করার জন্য উৎপাদিত দেশীয় পণ্যের প্রাধাণ্য থাকছে এ মেলায়। 

এদিকে মেলাকে সর্বাত্বক সহযোগিতার মাধ্যমে জমজমাট করে তোলার জন্য ক্রেতাদের আহব্বান জানিয়েছেন উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, রুহি মোস্তফা, ডিরেক্টর রোকেয়া নাসরিন, সুলতানা নুরজাহান রোজি, কাজী তুহিনা আক্তার, নুসাত ইমরান, রোজিনা আক্তার লিপি, আইভি হাসান, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীসহ প্রমুখ।

গত ৪ নভেম্বর মাসব্যাপী ১২তম ইন্টারন্যাশনাল উইম্যান'স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৮ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাবিহা নাহার বেগম, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত সাদ মোহাম্মদ আল-মুহাইরি, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুব আলম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের উপাচার্য প্রফেসর নির্মলা রাও এবং লায়ন কামরুন মালেক।

সভাপতি মনোয়ারা হাকিম বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই), রপ্তানি উন্নয়ন ব্যুরো, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করে।

তিনি আরো বলেন, আমাকে নতুন জীবন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি কৃতজ্ঞ। এ দেশের নারী উদ্যোক্তারা কৃতজ্ঞ।

তিনি বলেন, সবে মাত্র শুরু হয়েছে এই মেলা, আরো সময় আছে। আশা করি এবারে মেরা জমবে ভাল।

Bootstrap Image Preview