Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অমত থাকলে ইভিএম ব্যবহার উচিত নয়: শামসুল হুদা

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে, সব দল না রাজি না হলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা উচিত না বলে মন্তব্য করেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন এ টি এম শামসুল হুদা। অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

এ বারই প্রথমবারের মতো ভোটার হয়েছেন সারাদেশের এমন সব তরুণদের নির্বাচন ও গণতন্ত্রের প্রতি উৎসাহী করে তুলতে সুজন আয়োজন করেছে নির্বাচন অলিম্পিয়াড। আয়োজনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে কথপোকথন হয় দেশের বিশিষ্ট নাগরিকদের। তরুণদের প্রশ্ন ছিলো বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচার আটক প্রসঙ্গে।

জানুয়ারি পর্যন্ত সময় থাকার পরও কেন পরীক্ষার মাস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের তোড়জোর? এমন প্রশ্নও ছিলো নবীনদের। সেমিনারে বক্তব্যে সাবেক প্রধান

নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইভিএম নিয়ে তাঁর উৎকণ্ঠা তুলে ধরেন। এ সময় সাবেক সিইসি ইভিএম ব্যবহার নিয়ে কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘মোদ্দা কথা হচ্ছে, যে আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান সব দলের অংশগ্রহণে। তো সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয়, এ রকম বিষয় তো করা উচিত নয়।’

আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার যে তড়িঘড়ি করছে তা মোটেও জনগণের কাছে বোধগম্য নয়। সংসদের মেয়াদ ২৮ জানুয়ারি শেষ হচ্ছে। তাই তড়িঘড়ি করে ২৩ ডিসেম্বর নির্বাচন না করে, সরকার চাইলে তা সময় আরো বাড়াতে পারত।’

কোনো রকম যুক্তি না মেনে তাড়াহুড়ো করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা ‘দুরভিসন্ধিমূলক’ বলেও মন্তব্য করেন তিনি।

ইভিএম নিয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা রাজনৈতিক দল অন্যান্য অংশীজনকে ডেকে এটা প্রমাণ করানো। কিন্তু এগুলো কিছুই করে না। আর বিশেষজ্ঞরা বলেন, এই জিনিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে, রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করতে বছরের পর বছর লেগে যাবে।

বদিউল আলম বলেন, ‘নির্বাচনের তফসিল দিতে কেন এত তড়িঘড়ি করে? কার স্বার্থে? বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রেখে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হলেও তা গ্রহণযোগ্য হবে না।’

Bootstrap Image Preview