Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকাতি ঠেকাতে রাতে পাহারা দিচ্ছেন পুলিশ-গ্রামবাসী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


রূপগঞ্জে ডাকাতী ঠেকাতে পুলিশ ও গ্রামবাসী যৌথভাবে রাত জেগে পাহারা দিচ্ছেন। উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় প্রতিরাতেই হানা দিচ্ছে ডাকাতের দল। ফলে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক।

আতঙ্ক ঠেকাতে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ রফিকুল হক এলাকাবাসীকে সাথে নিয়ে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের প্রতিটি এলাকায় কমিনউনিটি পুলিশিং কমিটি গঠন করেছে। রাতের বেলা পুলিশিং কমিটির সদস্যদের সাথে পুলিশ সাথে থেকে প্রতিটি মহল্লায় রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছে বলেও জানা গেছে।

পুলিশের সাথে গতকাল যোগ দিয়েছে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের কয়েক জন সৈনিক। ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল হক বলেন, ইদানিং এলাকায় একটি ডাকাতের দল ডাকাতির চেষ্টা করছে।

এলাকাবাসী সর্তক থাকায় ডাকাতি করতে র্ব্যথ হচ্ছে। আমরা এলাকাবাসীকে সাথেই নিয়ে রাত জেগে ডাকাত ধরার চেষ্টা চালাচ্ছি। তবে ডাকাতদলের দু’একটা ধরা পড়লে এলাকায় ডাকাতি বন্ধ হয়ে যাবে।

এলাকাবাসী জানান- সোমাবার রাত ৩ টার দিকে ১৫/২০জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে মর্তুজাবাদ এলাকায় বাচ্চু মিয়ার বাড়িতে ও পরে আমলাব রবিন্দ্র ও নূর ইসলামের বাড়ীতে ডাকাতি করে।

এসময় ডাকাত দল বাড়ীর মালিক নুর ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা ৭ ভরি স্বর্ন ও নগদ সাড়ে ৩লাখ টাকা লুট করে নেয়। পরে পাশের বাড়ির রবিন্দ্রর ঘরে ঢুকে তার স্ত্রীর কানের দুল ও র্স্বনের চেইন নিয়ে পালিয়ে যায়।

ডাকাতদল চলে যাওয়ার পর নুর ইসলামের চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ডাকাতি আতংক বিরাজ করছে।

Bootstrap Image Preview