Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক শাড়িতে দুই বোনের আত্মহত্যা, রেখে গেছে চিরকুট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কক্সবাজারের রামু উপজেলায় গলায় ফাঁস দিয়ে দুই বোন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে মৃত্যুর জন্য নিজেদেরই দায়ী করেছেন দুই বোন।

আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামেএ ঘটনা ঘটে।

নিহত তছলিমা আকতার (১৭) ও মর্জিনা আকতার (২০) ওই এলাকার নাজির হোছনের মেয়ে। তছলিমা আকতার রশিদনগর রত্নগর্ভা রেজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মর্জিনা আকতার এখন পড়াশোনা করত না বলে জানা গেছে।

দুই বোনের আত্মহত্যার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতিতে একটি শাড়ি দুপাশে দুজনের গলায় পেছিয়ে ঝুলে আত্মহত্যা করে তারা। বোনদের দীর্ঘক্ষণ না দেখে তাদের কক্ষে গিয়ে ওই দৃশ্য দেশে আর্ত্মচিৎকার শুরু করে তাদের ছোট ভাই। এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে ততক্ষণে দুজনই মারা যায়।

পুলিশ বলছে, নিহতদের হাতে একটি চিঠি পাওয়া গেছে। ওই সুইসাইড নোটে তারা লিখেছে, ‘আমাদের মৃত্যুর জন্য আমরাই সরম্পূর্ণ দায়ী, আর কেউ না।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) সানা উল্লাহ ও প্রভাত কর্মকার।

ওসি মিজানুর রহমান জানান, মায়ের বকাবকির কারণে দু’জনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Bootstrap Image Preview