Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে কবরস্থানের পথে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৭:৪৮ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


মো.ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে কেন্দ্রীয় কবরস্থানে যাতায়াতের পথ বন্ধ করে জেলা পরিষদের উদ্যোগে মার্কেট নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।  

আজ শনিবার এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সদরের আত্রাই নদীর উপর নব-নির্মিত সেতুর পূর্বপ্রান্তে এ কেন্দ্রীয় কবরস্থানে যাতায়াতের জন্য একমাত্র পথটি বন্ধ করে নওগাঁ জেলা পরিষদের উদ্যোগে ১৪টি ঘর বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজ সম্প্রতি শুরু করে। এ কারণে মার্কেট নির্মাণের প্রতিবাদে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এদিন বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী থানার মোড় এলাকায় নওগাঁ-পোরশা সড়কের দুপাশে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার শতশত ইসলাম ধর্মানুসারী মানুষরা অংশ নেয়। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু, উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মন্ডল, আওয়ামী লীগ নেতা গোলাম নূরানী আলাল, প্রফেসার আব্দুল খালেক, বিএনপি নেতা রবিউল আলম বুলেট, বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত হোসেন ঝিন্টু প্রমুখ।

Bootstrap Image Preview