Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার ইস্যুতে ঝুলছে বিএনপি, আ'লীগে নির্বাচনী দমকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


১১তম জাতীয় সংসদ নির্বাচনে ৪টি ইস্যু নিয়ে বিএনপির সিদ্ধান্ত এখনো ঝুলছে। অন্যদিকে ক্ষমতাশীন আওয়ামী লীগে চলছে নির্বাচনী দমকা হাওয়া। ৮ নভেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা অনুয়ায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোতে নির্বাচনের প্রস্তুতিতে চলছে তোড়েজোড়ে। শুক্রবার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আ'লীগ। বেশিরভাগ আসনে প্রার্থীও ঠিক করা আছে দলটির। আ'লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নির্বাচনী প্রস্তুতিও চলছে পুরোদমে।

নির্বাচনী দৌড়ে পিছিয়ে নেই বিরোধী দল জাতীয় পার্টিও। শিগগিরই মনোনয়নপত্র বিতরণ শুরু করবে দলটি। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ‍চূড়ান্ত করে রেখেছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন এ দল।

সরকার ও বিরোধী দলে যখন নির্বাচনী ঢামাডোল চলছে ঠিক সেই মুহূর্তে রাজপথের বিরোধী দল এখনও ঠিক করতে পারেনি নির্বাচনে অংশ নেবে কি, নেবে না।

দলটির তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও এই প্রশ্নের উত্তর জানা নেই। নির্বাচনের দেড় মাসেরও কম সময় আছে হাতে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট (জোটের সম্প্রসারণ হয়ে এখন ২৩ দল)এখনও নির্বাচনে যাবে কি যাবে না তা স্পষ্ট করেনি।

আজ শনিবারও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন, এ বিষয়ে জানতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

জানা গেছে, মূলত চারটি ইস্যুতে আটকে রয়েছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত। ইস্যু চারটির প্রথমটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি।

দ্বিতীয়টি হচ্ছে-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

তৃতীয়টি হচ্ছে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া।

চতুর্থত: নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি নিয়ে সংশয়। মূলত এই চারটি বিষয়ে সংশয় দূর হলে কিংবা সরকারের কাছ থেকে আশ্বাস পেলে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

তবে এই চারটি ইস্যুর মধ্যে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও তাঁর নির্বাচনে অংশগ্রহণের বাধা দূর করার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপি ও জোটের নেতাকর্মীদের কাছে।

বিএনপির অধিকাংশ নেতাকর্মী এই বয়সে খালেদা জিয়ার কারাবন্দি জীবন মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচনে গেলে সরকারের পাতা ফাঁদে পা দেওয়া হবে।

বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ২০ দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট নেতারাও নির্বাচনে সমতল ক্রীড়াভূমির বিষয়টি নিয়ে শঙ্কিত আছেন।

তাঁরা মনে করেন, রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিয়ে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ না হলে নির্বাচন করে লাভ হবে না।

বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কায় আছে। তারা শুরু থেকেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছে।

Bootstrap Image Preview