Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন সার্ভিস চালু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview


ঢাকা-দিনাজপুর চলা ২ টি ট্রেন ‘একতা’ ও ‘দ্রুতযান’ এক্সপ্রেস। আজ থেকে দিনাজপুর হয়ে ট্রেন দুটি চলবে পঞ্চগড় পর্যন্ত। পঞ্চগড় জেলা ও আশপাশের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন সার্ভিসের। সেই স্বপ্ন এবার ‘পূরণ’ হচ্ছে।

পঞ্চগড় স্টেশন থেকে আজ সকাল ৭টা ২০ মিনিটে দ্রুতযান ও রাত ৯টায় একতা এক্সপ্রেসের চলাচল উদ্বোধন করা হবে। স্থানীয় এমপি, জনপ্রতিনিধি ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে থাকবেন।

দুটি জেলা আর ১৪৩ কিলোমিটার পথ যুক্ত হচ্ছে ট্রেন দুটির সার্ভিসে। কিন্তু বাড়ছে না যাত্রীবাহী কোচ। বরং দিনাজপুর, পার্বতীপুর ও শান্তাহার রেলওয়ে স্টেশনে বরাদ্দ আসন ৪০টি কমিয়ে তা দেয়া হয়েছে পঞ্চগড়ে। নতুন ট্রেন তো জুটলই না, বরং পথে পথে কমানো হল আসন- যেখানে এখনই চাহিদার অর্ধেকও পূরণ করতে পারে না রেল কর্তৃপক্ষ। এ নিয়ে তাই এমন খুশির দিনেও এ পথের যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ।

তারা বলছেন, এটি একটি রাজনৈতিক ও নির্বাচনী ভাঁওতাবাজি ছাড়া কিছুই নয়। এতে ট্রেন দুটি শুধু পঞ্চগড় পর্যন্তই পৌঁছবে, সেখানকার মানুষ কিছুটা সুবিধা পাবেন, কিন্তু অধিকাংশ স্থানে বাড়বে যাত্রী ভোগান্তি।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা-পঞ্চগড় রুটের দূরত্ব ৬৩৯ কিলোমিটার। দেশে এটিই হবে সবচেয়ে বেশি দূরত্বের ট্রেন সার্ভিস। ট্রেন দুটির সার্ভিসে ঢাকা-দিনাজপুর ৪৯৬ কিলোমিটার পথের সঙ্গে যুক্ত হচ্ছে ১৪৩ কিলোমিটার। ঢাকা-দিনাজপুর পথে পুরনো সময়সূচিতে, দিনাজপুর-পঞ্চগড় পথে নতুন সূচিতে চলবে তা। সাপ্তাহিক বন্ধ থাকবে না। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে পঞ্চগড়-দিনাজপুর শাটল ট্রেন।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোশাররফ হোসেন বলেন, ‘ট্রেন দুটি পঞ্চগড় থেকে চলাচল উদ্বোধন নিয়ে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। তবে তারা এও বলছেন, নতুন একটি ট্রেন চান তারা।’

তিনি আরও বলেন, আমাদের চাহিদা অনেক। যাত্রীর অভাব নেই।

কিন্তু আমরা একেকটি ট্রেনে ৩৫টি করে শোভন চেয়ার পাচ্ছি। তাছাড়া দ্রুতযানে একটি নন-এসি সিঙ্গেল কেবিন ও একতায় ৩টি এসি, ২টি নন-এসি সিট বরাদ্দ পেয়েছি। অথচ অন্তত দুটি বগি প্রয়োজন ছিল।’

দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আবদুর জব্বার বলেন, ‘ট্রেন দুটি ঢাকা-দিনাজপুর ১৩টি বগি নিয়ে চলাচল করছে। যাত্রী চাপ অতিরিক্ত।

স্থানীয়রা জানান, পঞ্চগড়সহ পার্শ্ববর্তী জেলার মানুষ দীর্ঘদিন ধরে নতুন ট্রেন সার্ভিসের দাবি জানিয়ে আসছে। সামনে জাতীয় নির্বাচন, শুধু নির্বাচন ঘিরে তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে দুটি ট্রেনের সার্ভিস বর্ধিত করা হয়েছে। এতে করে কিছু যাত্রীর সামান্য সুবিধা হবে, কিন্তু অধিকাংশ যাত্রীর বিড়ম্বনা বাড়বে। তিন স্টেশনে বরাদ্দ টিকিট বাতিল করায় এসব এলাকার যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন।

স্থানীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধান জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হল। এজন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই। সরকার নিশ্চয় এ রুটে পর্যাপ্ত কোচসহ ট্রেন চালানো ও নতুন একটি ট্রেন চালুর ব্যবস্থা করবে।

দ্রুতযান পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে সকাল ৭টা ২০ মিনিটে। ১০ ঘণ্টা ৫০ মিনিট পর ট্রেনটি ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে দ্রুতযান ছাড়বে রাত ৮টায় এবং পঞ্চগড় পৌঁছাবে সকাল ৬টা ৩৫ মিনিটে। একতা পঞ্চগড় থেকে ছাড়বে রাত ৯টায়।

ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৮টা ১০ মিনিটে। ঢাকা থেকে একতা এক্সপ্রেস ছাড়বে সকাল ১০টায় এবং পঞ্চগড় পৌঁছাবে রাত পৌনে ৯টায়। দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেন দুটি প্রায় ১২০০ যাত্রী বহন করতে পারবে। ঢাকা-পঞ্চগড় এসি বার্থের ভাড়া ১ হাজার ৯৪২ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৫৩ টাকা, নন-এসি বার্থের ভাড়া ১ হাজার ১৪৫ টাকা ও শোভন চেয়ারের ভাড়া ৫৫০ টাকা করা হয়েছে।

Bootstrap Image Preview