Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক: ক্রিস্টিন এস বার্গনার

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি শুরু করা যাবে বলে  জানিয়েছেন, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার।

শুক্রবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে জাতিসংঘের এ বিশেষ দূত মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে কক্সবাজারে এ বৈঠকে মিলিত হন।

প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, ক্রিস্টিন এস বার্গনারের তথ্যমতে, রাখাইন রাজ্যের বর্তমান পরিবেশ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। বাংলাদেশও সে ভাবে প্রস্তুতি নিচ্ছে।

নভেম্বরের মধ্যবর্তী স্থানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হওয়ার কথা রয়েছে। প্রত্যাবাসনকে সামনে রেখে জাতিসংঘের বিশেষ দূত সেদেশের পরিবেশে পরিস্থিতির সম্পর্কে প্রত্যাবাসন কমিশনারকে জানান।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় ঢাকা থেকে বিমানে কক্সবাজার আসেন জাতিসংঘের রাষ্ট্রদূত।

Bootstrap Image Preview