Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করছেন'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


জাজিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলায়ের সচিব মো. শাহ্ কামাল বলেছেন, পোশাক গায়ে থাকলেই স্বেচ্ছাসেবক হওয়া যায় না। স্বেচ্ছাসেবক হতে হলে দেশপ্রেম ও আন্তরিকতা থাকতে হবে। সেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করছেন।

শুক্রবার (৯ নভেম্বর) বেলা ১১টায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এবং দুর্যোগ ব্যবন্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে কুয়কাটা ইসলামপুর দাখিল মাদ্রাসাচত্ত্বরে আয়োজিত আধুনিক যোগাযোগ উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা ও পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। সিপিপির কার্যক্রম থেকে বিশ্ব শিক্ষা নিচ্ছে, কিভাবে দূর্যোগ মোকাবেলা করা যায়।

দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে দুর্যোগ ও ত্রান সচিব এ সময় সেচ্ছাসেবকদের উদ্দ্যেশে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়, দেশের সকল সিপিপি সেচ্ছাসেবকদের গ্রুপ বীমার আওতায় নেয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ইউএনডিপির রিজিলিয়েন্স ক্লাস্টারের প্রোগ্রাম স্পেশালিষ্ট আরিফ আব্দুল্লাহ খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্তণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়ামিন চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মহাপরিচালক আবু সৈয়দ হাসেম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘুনিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক (প্রশাসন) আহমাদুল হক।

পরে তিনি পটুয়াখালী ও বরগুনা জেলার কলাপাড়া, আমতলী, পাথরঘাটা ও গলাচিপা উপজেলার প্রশিক্ষনার্থী স্বেচ্ছাসেবকদের মাঝে ৩৮৫টি হ্যান্ড সাইরেন, ৩৮৫টি মেঘাফোন, ৩৮৫টি সিগনাল ফ্লাগ, ৩৮৫টি সিগনাল ফ্লাগ মাস্ট, ৫৭৭৫টি ভেস্ট ও ৭টি মটর সাইকেল প্রদান করেন। এর আগে দুর্যোগকালীণ সময়ে দক্ষতা এবং অবদানের জন্য কুয়াকাটার আলী আহম্মেদ শেখ, আ. গফফার মুন্সী, আ. হাকিম তালুকদারসহ ৪জনকে সম্মানণা ক্রেষ্ট প্রদান করেন।

কর্মশালায় দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ে মাঠ মহড়াসহ দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। প্রশিক্ষণ কর্মশালায় চার উপজেলার প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবকসহ পটুয়াখালী ও বরগুনা জেলার সিপিপি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে। উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিপির পরিচালক (অপারেশন) নুর ইসলাম অসি।

Bootstrap Image Preview