Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খেলা হবে মাঠে: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন খেলা হবে মাঠে। আওয়ামী লীগ কখনো নির্বাচনকে ভয় পায় না। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতেও চায় না। এ নির্বাচনী মাঠে রেফারির ভূমিকায় থাকবেন নির্বাচন কমিশন। শেখ হাসিনা সরকারের অধিনেই অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জেলার নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরো বলেন, ড. কামাল হোসেন খুনি খাদেলা জিয়ার সাথে হাত মিলিয়েছে। তার সাথে জামায়াত জঙ্গিরা সম্পৃক্ত রয়েছে। সংলাপ হয়েছে। আমরা পরিস্কারভাবে বলেছি সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র সফল হবে না। বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগত কোনো সরকার আমলে হয়নি।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন গণভবনে। বাংলাদেশে বিএনপির আর কোনো রাজনৈতিক ভবিষৎ নেই। তারেক রহমান শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করে ২১ আগষ্টে গ্রেনেড হামলার নির্দেশ দিয়েছিল। আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য  ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

এ ছাড়া অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক আসাদুর রহমান দুলু, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ।

Bootstrap Image Preview