Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ সীমান্তে দফায়-দফায় গুলিবর্ষণ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:৫০ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:৫০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

আজ বুধবার এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এসময় তার হাতে একটি প্রতিবাদপত্রও সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। তবে বরাবরের মতো মিয়ানমার ঘটনার দায় অস্বীকার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি করায় আজ দুপুরে তাকে তলব করা হয়।

সূত্র জানায়, গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার রহমতের বিল এলাকায় গুলি চালায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সেদিন দুপুরে তিন দফায় ৪১ রাউন্ড গুলি চালায় বিজিপি। ওই ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাসহ দুই যুবক আহত হন।

প্রসঙ্গত, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের প্রস্তুতিকালে সীমান্তে বিজিপি’র গুলিবর্ষণের এমন ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ। দু’দেশের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর মিয়ানমারে ২২৬০ জন রোহিঙ্গার প্রথম দলটি যাওয়ার কথা।

Bootstrap Image Preview