Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীর সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাঁই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:১৯ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


সেনবাগ প্রতিনিধি: 

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

আজ বুধবার সকালে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে নোয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাৎক্ষণিক আগুন দ্রুত নিয়ন্ত্রণ করে।

স্থানীয় বাজার ব্যবসায়ী মো: ফিরোজ আলম জানান, একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দিলে তারা এসে এবং স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন । 

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে- একটি পাঠাগার, রেস্টুরেন্ট, ইলেক্ট্রনিক্স সামগ্রী দোকান, বাইসাইকেলের দোকান, ক্লথ স্টোর ও সেলুন।

এ ঘটনায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। 


 

Bootstrap Image Preview