Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে নৌ-এম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি মুকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview


বোমানুল ইসলাম সোহেব, ভোলা (দৌলতখান) প্রতিনিধি:

২০ হাজার সাধারণ মানুষের কাছে জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ও চিকিৎসাসেবা আরেক ধাপ এগিয়ে নিতে ভোলার দৌলতখানে নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের ২ নং ওয়ার্ডে মেঘনা নদীর পাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নৌ-এম্বুলেন্সের উদ্বোধন করেন।

এ সময় এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছেন। পরিত্যাক্ত রাজনীতিবিদ, দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনার উন্নয়ন ও একাদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ নেতাকর্মীরা তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল- সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদার, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু প্রমুখ।

উল্লেখ্য, মধ্য মেঘনায় অবস্থিত তিনটি চরে প্রায় ২০ হাজার মানুষের জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ৩৩ লাখ টাকা মূল্যের
নৌ-এম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রদান করেন।

Bootstrap Image Preview