Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে ডায়াগনস্টিক ও ডেন্টাল ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাল আদালত পরিচালনা করে উপজেলা সদরে তিন ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ডেন্টাল ক্লিনিকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় উপজেলা সদরের নতুন বাজারস্থ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে দুই হাজার টাকা, আমিন ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার আট হাজার টাকা, ডক্টরস ডেন্টাল সার্জারী দুই হাজার টাকা, মেডিচেক ডায়াগনস্টিক এন্ড হেল্থ কেয়ারে পাঁচ হাজার টাকা ও লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টারে দুই হাজার টাকা জরিমানা আদায় আদায় করা হয়। এসময় অভিযান টের পেয়ে অনেক ডায়াগনস্টিক সেন্টারে ও ডেন্টাল ক্লিনিকে তালা দিয়ে পালিয়ে যান সংশ্লিষ্টরা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

Bootstrap Image Preview