Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৯ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভূপতি রায় (৪৫) নামক এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন।

বুধবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কের কারেন্টহাট বাজারের সামনে এ ঘটনা ঘটে।

ভূপতি রায় দিনাজপুর আর্দশ কলেজের পর্দাথ বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার ৩নং ফাযিলপুর ইউনিয়নের ঝানঝিরা গ্রামের জগেন্দ্র নাথের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভূপতি রায় মোটরসাইকেলযোগে দিনাজপুর থেকে বন্ধুর বাড়ি চিরিরবন্দর যাওয়ার পথে কারেন্টহাট বাজারের সামনে এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরগামী ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম।

Bootstrap Image Preview