Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে আগুনে পুড়লো আ’লীগ কার্যালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১২:০৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


পিরোজপুর পৌরসভার আলামকাঠী ওয়ার্ডের বাইপাস মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা । 

মঙ্গলবার (০৬ ন‌ভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুইটার দিকে লোকজন বাইপাস মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আগুন দেখে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। আগুনে আওয়ামী লীগ কার্যালয় ও কার্যালয়ের পাশে থাকা পারভেজ স্টোর নামে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
 
পিরোজপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন। লোকজন আগুন দেখে ছুটে গেলে সেসময় ঘটনাস্থল থেকে ১০-১৫ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে। 

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক বলেন, আগুনের সূত্রপাত জানা যায়নি। 

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। 

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি এ ধরনের নাশকতার রাজনীতি করেন না। 

Bootstrap Image Preview