Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নির্বাচন সুষ্ঠু করতে ৭ দফা দাবি নিয়ে সুচিন্তিত মতামত আসতে পারে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চান। তাহলে ৭ দফা দাবি নিয়ে একটি সুচিন্তিত মতামত আসবে বলে মনে করছি।

বুধবার ( ৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে আন্দোলন শুরু করেছি, সে আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় ঐক্যফ্রন্ট এর মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। বিজয়কে সুসংহত করতে চাই।

গায়বী মামলার তালিকা দেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবই করা হবে। আমাদের ৭ দফা দাবি তুলে ধরব। এখন পুরো জিনিসটা নির্ভর করবে সরকারের উপর। আমরা বারবার বলে এসেছি সরকার যদি সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা রাখতে চায় এবং একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চান, জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চান তাহলে নিশ্চয়ই এ দাবিগুলো নিয়ে একটি সুচিন্তিত মতামত আসবে বলে বিশ্বাস করি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিবদের মধ্যে কিছু সদস্য সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল দলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview