Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিসে হামলার হুমকি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে রাজিব নামের ১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট।

রবিবার মধ্যরাতে রাজবাড়ি জেলার পাংশা থানার সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  সম্প্রতি মার্কিন দূতাবাসের মেইলে অজ্ঞাত এক ব্যাক্তি হুমকি দিয়ে বলে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পরে মার্কিন দূতাবাস থেকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করা হয়।

পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় রবিবার মধ্যরাতে রাজবাড়ি জেলার পাংশা থানার সাতবাড়িয়া গ্রাম থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে।

Bootstrap Image Preview