Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি খালেদা জিয়ার মুক্তি দাবি করি: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, বিরোধী দলের নেত্রীকে শ্রদ্ধা না জানালে গণতন্ত্র চলতে পারে না। আমি খালেদা জিয়ার মুক্তি দাবি করি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পবিত্র কোরান থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ওই জনসভা শুরু হয়। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। প্রধান বক্তা আ স ম আবদুর রব।

ড. কামাল বলেন, সকল দলের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। আপোষহীনভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। সরকারের কোনও কথার মূল্য থাকে না। ২০১৪ সালের নির্বাচনের পর তারা বলেছিল, আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে। কিন্তু ৫ বছর পার হয়ে গেলেও তা আর হলো না। সংবিধানের ১৬তম সংশোধীর উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। রাস্তা, বাস বন্ধ করে জনগণকে উপেক্ষা করে নির্বাচন করা যাবে না। জনগণই রাষ্ট্রের মালিক। মালিক হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থাকলে জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরে আসবে।

তিনি বলেন, এ দেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। দেশে আইনের শাসন অনুপস্থিত। যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে। এ দেশের মালিক জনগণ। আইনে যা প্রাপ্য তা হওয়ার কথা। সমান আইন হতে হবে। সরকার ও বিরোধী দলের সমান সুযোগ থাকতে হবে। বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না। এসব বন্ধ করতে হবে। স্বাধীন দেশে এসব চলতে পারে না। নির্বাচিত সরকার এসব করতে পারে না। আর অনির্বাচিত সরকার এসব করলে হবে মহাঅপরাধ। একদিন এর জবাব দিতে হবে বলেন কামাল।

ঐক্যফ্রন্টের এ জনসভায় যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সাথে আছেন তার স্ত্রী নাসরিন সিদ্দিকী।

এ ছাড়া সভামঞ্চে উপস্থিত আছেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, সুলতান মো. মনসুর, মোস্তফা মহসীন মন্টু, আবদুল মালেক রতন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খান।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সাত দফা দাবিতে জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এদিকে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা থেকে বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীদের সম্মিলিত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

উদ্যান ঘিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত ব্যানার ও ফেস্টুন রয়েছে। এছাড়া বিএনপি নেতাদের ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুনও চোখে পড়ার মতো।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ঢাকা ও আশপাশের জেলার সাবেক এমপি এবং জনপ্রতিনিধিরাও এই সমাবেশে যোগ দিয়েছেন।

Bootstrap Image Preview