Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই টেস্টের ব্যাখ্যা কি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


সাদা পোশাক গায়ে জড়ালেই থেমে যায় টাইগারদের টাইগার গিরি।নির্মম ভাবে হারতে হয় যে কোন দলের কাছে।শুধুই কি তাই?এই দল দলের খেলা দেখলে মনে হয় টেস্ট খেলা কি বোঝেই না।জয় তো দূরের কথা।ড্রও করতে পারেন না।

বছরের শুরুতে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে।এরপর ওয়েস্ট ইন্ডিস সফরের টেস্টর কথা ব্যাখ্যা করা যায় না।সেই ম্যাচের কথা না হয় বাদই দিলাম।

সেই টেস্টের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এই লজ্জার হার।যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।মেনে নেওয়া যায় না।চলতি বছরে সর্বশেষ টেস্টে ৮টি ইনিংসে দলীয় স্কোর ২শ রানের ধারে কাছে যেতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

কিন্তু বার বার কেন এমন হয়?জঘন্য পারফম্যান্সের কারণ কি?

আসলে কারণটা তো অকারণে হয় না।নিশ্চয়ই এর পিছনে কোন ব্যাখ্যা আছে।তা না হলে  জিম্বাবুয়ে যে মাঠে দাপটের সাথে খেলে যাচ্ছে সেখানে টাইগাররা কেন বিড়াল হয়ে যায়?

এমন জঘন্য ব্যাটিংয়ের ব্যাখ্যা ক্যাপ্টেন মাহমুদউল্লাহও দিতে পারেননি ম্যাচ শেষে তিনি বলেছেন,এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেয়া আসলে খুবই কঠিন। একটা জিনিস বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে যেই ধরনের ডিসিপ্লিন থাকা উচিত, আমার মনে হয় না আমরা সেই রকম দেখাতে পেরেছি। কারণ উইকেট বেশ ভাল ছিল,

এমনকি আজকেও উইকেট ভাল ছিল। হয়তো আজকেও দুই একটি বল টার্ন করেছে। এছাড়া আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার মনে হয় ডিসিপ্লিনের ইস্যুটা আমাদের আরেকটু ভাল করে দেখতে হবে।'

টেস্ট ক্রিকেট খেলতে হলে যে আত্মবিশ্বাস দরকার সেটা যে টাইগারদের নেই তা মানছেন সাকিবের পরিবর্তে থাকা এই অধিনায়ক,'নিজেদের ওপর বিশ্বাসটা আরেকটু বাড়াতে হবে। এই ইস্যু গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ বেশ কয়েকটি টেস্ট আমাদের ব্যাটিং খুব বাজে হচ্ছে। আমাদের এইসব নিয়ে ভাবতে হবে, একটা উপায় বের করতে হবে।'

 

Bootstrap Image Preview