Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই জেলারের পাঁচ দিনের রিমান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:১৫ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে মানি লন্ডারিং মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন কিশোরগঞ্জ আদালত।

মঙ্গলবার (৬ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ বিভাগ দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ অক্টোবর দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক এবং দুই কোটি ৫০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দু'টি মামলা করা হয়।

মাদক মামলায় গত ২৯ অক্টোবর একই আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দী প্রদান করেন।

Bootstrap Image Preview