Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে অনলাইনে সংশোধন করা যাবে নবম শ্রেণির রেজিস্ট্রেশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


আজ থেকে শুরু হচ্ছে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে সংশোধন । এই রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  এ বিষয়ে গতকাল সোমবার (৫ নভেম্বর) শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিভাগ, বিষয় ও ছবি সংশোধন করা যাবে। এ বিষয়গুলোতে কোনো ভুল থাকলে তা ৬ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে সংশোধন করতে হবে।

এ পরিপ্রেক্ষিতে সোনালী সেবার মধ্যেমে আজ মঙ্গলবার থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত খাতে রেজিস্ট্রেশন সংশোধন ফি জমা দিতে হবে। রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থী প্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

Bootstrap Image Preview