Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজায় পরাস্ত হয়ে ফিরলেন লিটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১০:২৯ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের রিভিউ আবেদনে আউট হয়ে প্যাভিলনে ফিরে গেলেন লিটন দাস। এর মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম উইকেটে পতন হলো। রাজার বলে এল বি ডব্লিউ হওয়ার আগে ৭৫ বল থেকে ২৩ রান করেন লিটন। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১ম ইনিংস ২৮২

বাংলাদেশ: ১ম  ইনিংস ১৪৩

জিম্বাবুয়ে: ২য় ইনিংস ১৮১

বাংলাদেশ: ২য় ইনিংস ৬২-১ 

ক্রিজে আছেন:  মমিনুল (৪) ও ইমরুল কায়েস (৩৫)।

রাজা পরাস্থ হলে ফিরলেন লিটন: দলীয় ৫৬ রান প্রথম উইকেট হারালো বাংলাদেশ দল। লিটন দাসকে এল বি ডব্লিউর ফাঁদে ফেলে আউট করলেন রাজা। তবে আম্য়ার প্রথমে লিটনকে আউট দিতে অস্বকৃতী জানালে জিম্বাবুয়ে অধিনায়ক রিভিউ নিলে সিদ্ধান্ত জিম্বাবুয়ের পক্ষে যায়।

সোমবার শেষ বিকালে জিম্বাবুয়ের দুই ইনিংসে সিলেটের অভিষেক টেস্ট জিততে স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য দাড়ায়  ৩২১ রান। তবে এদিন কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তোলে দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস।

সোমবার দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৪৮, সিকান্দার রাজা ২৫, সিন উইলিয়ামস ২০, ব্রায়ান চারি ৪, ব্রেন্ডন টেইলর ২৪, পিটার মুর শুন্য, রেগিস চাকাবভা ২০, ওয়েলিংটন মাসাকাদজা ১৭, ব্র্যান্ডন মাভুতা ৬, কাইল জার্ভিস অপরাজিত ১ ও তেন্ডাই চাতারা ৮ রান করেন। সকটি উইকেট হারিয়ে তারা ১৮১ রান তোলে। বাংলাদেশের তাইজুল ইসলাম ৬২ রানে ৫টি, মেহেদি হাসান মিরাজ ২টি ও নাজমুল ইসলাম ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে ১০৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তাইজুল।

রবিবার প্রথম ইনিংসে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষ দুই সেশন শেষ না হতেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায়। অভিষিক্ত আরিফুল হক খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে মুশফিকের ব্যাট থেকে। জিম্বাবুয়ের হয়ে চাতারা ও সিকান্দার রাজা ৩ টি করে উইকেট নেয়। এছাড়া জার্ভিস ২ টি ও উইলিয়াম ১টি উইকেট নেন।

শনিবার জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৮২ রানে অল আউট হয়ে যায়। তাদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন উইলিয়াম। এছাড়া পিটার মুর ৬৩ ও মাসাকাদজা করে ৫৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ টি উইকেট নেন তাইজুল। এছাড়া অপু ২টি এবং মিরাজ , মাহমুদুল্লাহ ও রাহি ১টি করে উইকেট নেন। 

Bootstrap Image Preview