Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কপোতাক্ষ নদের ব্রীজের উপর বেশকিছু ছোট বড় গর্তের সৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যানচলাচল। এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী, মালবাহি যানবাহনসহ ছোটছোট যানবাহনগুলো চলাচল করছে ঝুঁকি নিয়ে।

অতিদ্রুততার সাথে ক্ষতস্থানগুলো সংস্কার না করা হলে যে কোন মুহুর্তে বড় ধরনের ক্ষতিসহ প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।  

বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৫৭ সালে পাকিস্তান থাকাকালীন সময়ে কপোতাক্ষের উপর নির্মিত বেইলী ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। ১৯৬৫ সালে ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়। সময় লাগে দীর্ঘ ৮ বছর এবং তৎকালীন প্রেন্সিডেন্ট আইয়ুব খান ব্রিজটি উদ্বোধন করেন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় ব্রিজটির পশ্চিম অংশ ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আশার পর ক্ষতিগ্রস্থ ব্রিজটি পূর্ণ নির্মাল করেন। ব্রিজটার বর্তমান বয়স ৫৩ বছর।

এখনো মজবুত রয়েছে অনেক। ব্রিজটির পিচ খোয়া উঠে বর্তমানে মারাত্মক খারাপ অবস্থায় রুপান্তিত হয়েছে। কিন্তু সাতক্ষীরা স্থল বন্দর ভোমরা থেকে মালবাহী ট্রাকগুলি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে দেশের বিভিন্ন জেলায়। খুলনা, বাগেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়াতপুর মাওয়া হয়ে ঢাকা।

অপর দিকে জামালপুর কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম হয়ে কক্সবাজার কিন্তু ব্রিজের উপর মালবাহী, যানবাহনগুলো ব্রিজের উপর উঠে তখন আতঙ্ক বিরাজ করে।

এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ জনগণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চালক যাত্রী ও এলাকাবাসীর দাবি কপোতাক্ষেল উপর ব্রিজের গর্তগুলির পুটিংসহ জরুরি ভিত্তিতে সংস্কার জরুরি।

Bootstrap Image Preview