Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌ-পুলিশের মামলায় ঝালকাঠির ১০ জেলে কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৪৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৪৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

এক বছর আগে রাজাপুরের বিশখালি নদীতে ইলিশ সংরক্ষণ কর্মসূচির সময় মাছ ধরা এবং পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ জেলে আদালতে আত্মসমর্পণ করেছে।

সোমবার (৫ নভেম্বর) সকালে ঝালকাঠি বিচারিক ম্যাজিট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সেলিম রেজা তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ নভেম্বর সকালে বিশখালি নদীতে অভিযানকালে পুলিশের ওপর জেলেরা হামলা চালায়। সরকারি নিষেধাজ্ঞা তদারকী করার সময় বাকেরগঞ্জের নেয়ামতির নৌ-পুলিশের ওপর এ হামলা চালানো হয়।

এ ঘটনায় নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মো: আতিকুর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামী করে রাজাপুর থানায় মামলাটি করেন।

মামলায় ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের মধ্যে এর আগে ৪ জন আত্মসমার্পন করেন আত্মসমর্পণ।

Bootstrap Image Preview