Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ ও শিক্ষার গুনগত মানবৃদ্ধির লক্ষ্যে এবং এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

সোমবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে মো. আব্দুল্লাহর পবিত্র কোরাআন তেলওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকরিয়া জোরক বিদ্যাপীঠের সভাপতি জননেতা আলহাজ্ব জাফর আলম।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মো ও শিবলী নোমান।

অতিথিরা বলেন, জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- ইভটিজিং, মাদকাসক্তি রোধকল্পে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সুন্দর সমন্বয় প্রত্যাশা করে তিনি বলেন, ভবিষ্যত দেশ গড়ার লক্ষ্যে প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। তিনি ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত একজন ছাত্র কি করে কোথায় যায় সেদিকটি দেখভাল করতে প্রতিটি অভিভাবকের প্রতি আহ্বান জানান।

সমাবেশের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন- আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তিনি বলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সকল অভিভাবক ও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ খুবই সচেতন। সচেতন অভিভাবকদের কারণে আজ আমাদের বিদ্যালয়টি দেশের নামকরা বিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে। এই জন্য আমি সকল অভিভাবক - অভিভাবিকা, শিক্ষক-শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডভোকেট লৎফুর কবির, চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যাপক আক্তার কামাল, মোরশেদুল আলম চৌধুরী, মুজিবুর রহমান, চকরিয়া সরকারি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব নুর হোসাইন সওদাগর, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আলহাজ্ব মোজাম্মেল হক, অভিভাবক সদস্য মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শওকত হোসেন, ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, বাবু অলসন বড়ুয়া।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক হামিদা জন্নাত, মাজহার হোসায়েন, এস, এম, নুরু ন্নবী, আবুল বশর, আহমদ হোছাইন, শফিউল আলম, মোহাম্মদ সাকের, নুরুল মোস্তফা, রঞ্জিত কুমার দে, মৌলানা নেছারুল হক, জুবাইদা বেগম, খুরশিদ জাহান মুক্তা, সাংবাদিক ও শিক্ষক এম, রিদুয়ানুল হক, সুজিত বড়ুয়া, সাগরিকা বড়ুয়া, জাহেদ উদ্দিন, হাফেজ মিনহাজ, মুজিবুর রহমান রোকন, আসমাউল হুসনা মলি, তারেকুল ইসলাম, সৃজন মুহুরী প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগীসহ বিভিন্ন পেশার মানুষ।

Bootstrap Image Preview