Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:২১ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


গোদাগাড়ী প্রতিনিধিঃ 

বাংলাদেশ সরকারের শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব শিক্ষা উন্নয়নের সাফল্য স্বরুপ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার দিনব্যাপী রাজশাহী-১ গোদাগাড়ী তানোরের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

উদ্বোধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল, চারতলা বিশিষ্ট ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোদাগাড়ী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত দিগরাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বাউটিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন এবং ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত চান্দলায় পরগানা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন। 

প্রধান অতিথির বক্তৃতায় প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শুধু দেশের নেতা নয় তিনি বিশ্বের রোল মডেল। আগামীতে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় দেশের সবকিছু উন্নতি হবে। গ্রাম হতে শহরে রুপান্তরিত। তাই দেশ ও নিজেদের উন্নয়নের জন্য তিনি আগামী নির্বাচনে পুনরায় নৌকার ভোট দেবার  জন্য সবার প্রতি আহবান জানান। 

Bootstrap Image Preview