Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার সৈনিক হয়ে নৌকার বিজয় আনতে হবে: ফারুক চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


মোঃ আব্দুল বাতেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: 

আমাদের ভুল ত্রুটি থাকতে পারে শেখ হাসিনার ভুল নাই তাই সবকিছু ক্ষমা করে দিয়ে নৌকার সাথে থাকতে হবে। খারাপ মানুষ আগামী দিনে আওয়ামী লীগে থাকতে পারবে না বলে মন্তুব্য করেছেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

আজ সোমবার রাজশাহীর গোদাগাড়ীতে ৪ হাজার ৪১০ জন কৃষকের মাঝে রবি ও খরিপ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, বিটি বেগুন, তিল ও মুগ চাষে প্রণোদনা আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। গত ১০ বছরে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে আগামী ৫-১০ বছর নৌকার বিজয় ঘটালে প্রতিটি মানুষ সুখে থাকবে গ্রাম শহরে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের বিজয়, সুখ, শান্তি ও উন্নত বাংলাদেশের জন্য সবাইকে শেখ হাসিনার একজন সৈনিক হয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

বেলা ১১টায় গোদগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রশিদ, পৌর আ'লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। 

রবিও খারিপ ১ মৌসুমে সরকার গোদাগাড়ী উপজেলার ৪ হাজার ৪১০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন ।

এছাড়াও ২১২ জন কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১১৮০ জন কৃষককে ২ কেজি ভূট্টা বীজ, ৯২০ জন কৃষককে ২০ কেজি গম বীজ, ১২০ জন কৃষককে ৫ কেজি মুগবীজ, ৬০ জন কৃষককে ১ কেজি তিল ও ৫ জন কৃষককে বিটি বেগুন ২০ গ্রাম করে বিনামূল্যে বিতরণ করেন।

 

Bootstrap Image Preview